অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় ছাতক উপজেলা পরিষদ প্রাঙ্গন
সুনামগঞ্জের শিল্পের শহর ছাতক উপজেলা পরিষদের বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি হলেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়। পুরো উপজেলা পরিষদ এলাকা মিনি পুকুরে রুপ নেয়। শুধু তাই নয়, উপজেলা পরিষদের নেই সুপেয় পানির ব্যবস্থা। পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের রুমের অবস্থাও শোচনীয়।
রোববার অফিসে কর্মরত অবস্থায় বৃষ্টি এলে এসব অসঙ্গতি ধরা পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের নজরে। এসময় তিনি দায়িত্বে থাকা কর্মকর্তা, কর্মচারীদের ডেকে শীগ্রই এসব সংস্কারে জন্য নির্দেশ দেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারীকে সাথে নিয়ে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন সমস্যাগুলো পর্যবেক্ষণ করে দ্রুত এসব সমাধান করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, বিগত দিনে যারা দায়িত্ব পালন করে গেছেন তারা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিলেন। যার ফলে এ গ্রেডের একটি উপজেলা পরিষদের এই অবস্থা। সবার আন্তরিক সহযোগিতা থাকলে এসব সংকট খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো।